<span class='st_sharethis_large' displayText='ShareThis'> </span> <span class='st_facebook_large' displayText='Facebook'> </span> <span class='st_twitter_large' displayText='Tweet'> </span> <span class='st_linkedin_large' displayText='LinkedIn'> </span> <span class='st_pinterest_large' displayText='Pinterest'> </span> <span class='st_email_large' displayText='Email'> </span> Elias ahmed Chondon: আইপিএল-৮ এর সবকটি দলের পূর্ণাঙ্গ তালিকা ও পূর্ণাঙ্গ সময়সূচী

Tuesday, April 7, 2015

আইপিএল-৮ এর সবকটি দলের পূর্ণাঙ্গ তালিকা ও পূর্ণাঙ্গ সময়সূচী

বিশ্বকাপের জ্বর নামতে না নামতেই আইপিএল ৮-এর উত্তাপ বাড়তে শুরু করেছে। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ভারতের ক্রিকেট উৎসব আইপিএল ৮। ৮ এপ্রিল ইডেনের মাঠে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ানসের প্রথম খেলা দিয়ে শুরু হচ্ছে এবছরের আইপিএল। ৪৭ দিনে ৬০টি ম্যাচ। কলকাতাবাসীদের তো উচ্ছ্বাসের অন্ত নেই। টুর্নামেন্ট শুরুও হচ্ছে শহরের মাঠে। আবার শেষও ঘরের মাঠেই। কলকাতা ফাইনালে উঠবে কী না তা তো সময় বলবে। তবে ২৮ মে (রবিবার) আইপিএল-এ ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসেই।ক কোন দলে কোন তারকা রয়েছেন এবার।
কলকাতা নাইট রাইডার্স
গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা
চেন্নাই সুপার কিংস
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক) মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), আশিস নেহরা, বাবা অপরাজিত, ব্রেন্ডন ম্যাকালাম, ডোয়েন ব্রাভো, ডোয়েন স্মিথ, ফাফ ডু প্লেসি, ইশ্বর পান্ডে, ম্যাট হেনরি, মিথুন মানহাস, মোহিত শর্মা, পবন নেগি, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা, স্যামুয়েল বদ্রী, সুরেশ রায়না, রনিত মোর, সাইকেল হাসি, রাহুল শর্মা, কাইল অ্যাবোট, অঙ্কুশ বাইন্স, ইরফান পাঠান, প্রত্যুষ সিং, অ্যান্ড্রু টাই, একলব্য দ্বিবেদী
দিল্লি ডেয়ারডেভিলস
জেপি ডুমিনি (অধিনায়ক) জেপি ডুমিনি (অধিনায়ক), মহম্মদ শামি, কুইন্টন ডি কক, মনোজ তিওয়ারি, কেদার যাদব, মায়াঙ্ক আগরওয়াল, শাবাজ নাদিম, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব, ইমরান তাহির, নাথান কুল্টার-নাইল, অ্যাঞ্জেলো ম্যাথেউস, যুবরাজ সিং, অমিত মিশ্র, জয়দেব উনাদকাট, গুরিন্দর সান্ধু, শ্রেয়াস আইয়ার, সিএম গৌতম, ট্রাভিস হেড, শ্রীকর ভরত, অ্যালবি মর্কেল, মার্কাস স্টোইলিস, জাহির খান, কেকে জিয়াস, ডমনিক জোসেফ
কিংস ইলেভেন পাঞ্জাব
জর্জ বেইলি (অধিনায়ক) জর্জ বেইলি (অধিনায়ক), অক্সর প্যাটেল, অনুরীত সিং, বি হেনড্রিক্স, ডেভিড মিলার, গ্লেন ম্যাকওয়েল, গুরকিরত মন সিং, করণবীর সিং, মনন ভোহরা, মিচেল জনসন, পরবিন্দর আওয়ানা, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, শার্দুল ঠাকুর, শন মার্শ, শিবম শর্মা, থিসারা পেরেরা, বীরেন্দ্র শেওয়াগ, ঋদ্ধিমান সাহা, মুরলী বিজয়, নিখিল নায়েক, যোগেশ গোলওয়াকার
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক) রোহিত শর্মা (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, কায়রন পোলার্ড, অম্বাতি রায়াডু, হরভজন সিং, কোরি অ্যান্ডারসন, আদিত্য তারে, জসপ্রীত বুমরাহ, জোশ হ্যাজেলউড, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, পবন সুয়াল, শ্রেয়াস গোপাল, লেন্ডল সিমন্স, অ্যারন ফিঞ্চ, প্রজ্ঞান ওঝা, মিচেল ম্যাকক্লেনগান, অভিমন্যু মিথুন, এডেন ব্লিজার্ড, অক্ষয় ওয়াখারে, নীতীশ রানা
রাজস্থান রয়্যালস
শ্যেন ওয়াটসন (অধিনায়ক) শ্যেন ওয়াটসন (অধিনায়ক), স্টুয়ার্ট বিনি, জেমস ফকনার, অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, রজত ভাটিয়া, টিম সাউদি, ধবল কুলকার্নি, অভিষেক নায়ার, কেন রিচার্ডসন, বেন কাটিং, করুণ নায়ার, দীপক হুডা, দিশান্ত ইয়াগনিক, বিক্রমজিত মালিক, অঙ্কিত শর্মা, রাহুল তেওয়াটিয়া, প্রবীন তাম্বে, ক্রিস মোরিস, দীনেশ সালুঙ্খে, খুয়ান থেরন, প্রদীপ সাহু, বরিন্দর সেরান, সাগর ত্রিবেদী
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলি (অধিনায়ক) বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডেভেলিয়ার্স, ক্রিস গেইল, মিচেল স্টার্ক, নিক ম্যাডিনসন, বরুণ অ্যারন, অশোক দিন্দা, হর্শল প্যাটেল, বিজয় জোল, আবু নেচিম, সন্দীপ ওয়ারিয়ের, যোগেশ তাকাওয়ালে, জুভেন্দ্র চাহাল, রিলি রুসৌ, ইকবাল আবদুল্লা, মনবিন্দর বিসলা, মনদীপ সিং, দীনেশ কার্তিক, এস বদ্রীনাথ, ড্যারেন স্যামি, শ্যেন অ্যাবট, অ্যাডাম মিলনে, ডেভিড ওয়েইসে, সরফরাজ খান, জলজ সাক্সেনা
সানরাইজার্স হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক) ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, ডেল স্টেইন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, মোয়েস এনরিকেস, লোকেশ রাহুল, পারভেজ রসুল, নমন ওঝা, আশিস রেড্ডি, রিকি ভুঁই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, কেন উইলিয়ামসন, কেভিন পিটারসন, ইয়ন মর্গ্যান, রবি বোপারা, লক্ষ্মীরতন শুক্লা, ট্রেন্ট বোল্ট, প্রবীণ কুমার, হনুমা বিহারি, প্রশান্ত পদ্মনাভন, সিদ্ধার্থ কৌল <blockquote>আইপিএল-এর পূর্ণাঙ্গ সময়সূচী - ৮ এপ্রিল থেকে ২৪ মে
ম্যাচ ১
- ৮ এপ্রিল (বুধবার) - কেকেআর বনাম এমআই (কলকাতা) রাত ৮ টা
ম্যাচ ২
- ৯ এপ্রিল (বৃহস্পতিবার) - সিএসকে বনাম ডিডি (চেন্নাই) রাত ৮ টা
ম্যাচ ৩
- ১০ এপ্রিল (শুক্রবার) - কে১১পি বনাম আরআর (পুণে) রাত ৮ টা
ম্যাচ ৪
- ১১ এপ্রিল (শনিবার) - সিএসকে বনাম এসআরএইচ (হায়দ্রাবাদ) বিকেল ৪টে
ম্যাচ ৫
- ১১ এপ্রিল (শনিবার) - কেকেআর বনাম আরসিবি (বেঙ্গালুরু) রাত ৮ টা
ম্যাচ ৬
- ১২ এপ্রিল (রবিবার) - ডিডি বনাম আরআর (দিল্লি) বিকেল ৪ টে
ম্যাচ ৭
- ১২ এপ্রিল (রবিবার) - এমআই বনাম কে১১পি (মুম্বই) রাত ৮ টা
ম্যাচ ৮
- ১৩ এপ্রিল (সোমবার) - আরসিবি বনাম এসআরএইচ (বেঙ্গালুরু) রাত ৮টা
ম্যাচ ৯
- ১৪ এপ্রিল (মঙ্গলবার) - আরআর বনাম এমআই (আহমেদাবাদ) বিকেল ৪টে
ম্যাচ ১০
- ১৪ এপ্রিল (মঙ্গলবার) - কেকেআর বনাম সিএসকে (কলকাতা) রাত ৮ টা
ম্যাচ ১১
- ১৫ এপ্রিল (বুধবার) - কে১১পি বনাম ডিডি (পুণে) রাত ৮টা
ম্যাচ ১২
- ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) - এসআরএইচ বনাম আরআর (বিশাখাপত্তনম) রাত ৮ টা
ম্যাচ ১৩
- ১৭ এপ্রিল (শুক্রবার) - এমআই বনাম সিএসকে (মুম্বই) রাত ৮ টা
ম্যাচ ১৪
- ১৮ এপ্রিল (শনিবার) - এসআরএইচ বনাম ডিডি (বিশাখাপত্তনম) বিকেল ৪টে
ম্যাচ ১৫
- ১৮ এপ্রিল (শনিবার) - কে১১পি বনাম কেকেআর (পুণে) রাত ৮ টা
ম্যাচ ১৬
- ১৯ এপ্রিল (রবিবার) - আরআর বনাম সিএসকে (আহমেদাবাদ) বিকেল ৪টে
ম্যাচ ১৭
- ১৯ এপ্রিল (রবিবার) - আরসিবি বনাম এমআই (বেঙ্গালুরু) রাত ৮ টা
ম্যাচ ১৮
- ২০ এপ্রিল (সোমবার)- ডিডি বনাম কেকেআর (দিল্লি) রাত ৮টা
ম্যাচ ১৯
- ২১ এপ্রিল (মঙ্গলবার) - আরআর বনাম কে১১পি (আহমেদাবাদ) রাত ৮ টা
ম্যাচ ২০
- ২২ এপ্রিল (বুধবার) - এসআরএইচ বনাম কেকেআর (বিশাখাপত্তনম) বিকেল ৪টে
ম্যাচ ২১
- ২২ এপ্রিল (বুধবার) - আরসিবি বনাম সিএসকে (বেঙ্গালুরু) রাত ৮ টা
ম্যাচ ২২
- ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) - ডিডি বনাম এমআই (দিল্লি) রাত ৮ টা
ম্যাচ ২৩
- ২৪ এপ্রিল (শুক্রবার) - আরআর বনাম আরসিবি (আহমেদাবাদ) রাত ৮ টা
ম্যাচ ২৪
- ২৫ এপ্রিল (শনিবার) - এমআই বনাম এসআরএইচ (মুম্বই) বিকেল ৪ টে
ম্যাচ ২৫
- ২৫ এপ্রিল (শনিবার) - সিএসকে বনাম কে১১পি (চেন্নাই) রাত ৮ টা
ম্যাচ ২৬
- ২৬ এপ্রিল (রবিবার) - কেকেআর বনাম আরআর (কলকাতা) বিকেল ৪ টে
ম্যাচ ২৭
- ২৬ এপ্রিল (রবিবার) - ডিডি বনাম আরসিবি (দিল্লি) রাত ৮ টা
ম্যাচ ২৮
- ২৭ এপ্রিল (সোমবার) - কে১১পি বনাম এসআরএইচ (মোহালি) রাত ৮ টা
ম্যাচ ২৯
- ২৮ এপ্রিল (মঙ্গলবার)- কেকেআর বনাম ডিডি (কলকাতা) রাত ৮ টা
ম্যাচ ৩০
- ২৯ এপ্রিল (বুধবার) - আরসিবি বনাম আরআর (বেঙ্গালুরু) রাত ৮টা
ম্যাচ ৩১
- ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) - সিএসকে বনাম কেকেআর (চেন্নাই) রাত ৮টা
ম্যাচ ৩২
- ১ মে (শুক্রবার) - ডিডি বনাম কে১১পি (দিল্লি) বিকেল ৪টে
ম্যাচ ৩৩
- ১ মে (শুক্রবার) - এমআই বনাম আরআর (মুম্বই) রাত ৮টা
ম্যাচ ৩৪
- ২ মে (শনিবার) - কেকেআর বনাম আরসিবি (বেঙ্গালুরু) বিকেল ৪টে
ম্যাচ ৩৫
- ২ মে (শনিবার) - এসআরএইচ বনাম সিএসকে (হায়দ্রাবাদ)রাত ৮টা
ম্যাচ ৩৬
- ৩ মে (রবিবার) - কে১১পি বনাম এমআই (মোহালি) বিকেল ৪টে
ম্যাচ ৩৭
- ৩ মে (রবিবার) - আরআর এবং ডিডি রাত ৮টা ম্যাচ
৩৮
- ৪ মে (সোমবার) - সিএসকে বনাম আরসিবি (চেন্নাই) বিকেল ৪টে
ম্যাচ ৩৯
- ৪ মে (সোমবার) - কেকেআর বনাম এসআরএইচ (কলকাতা) রাত ৮ টা
ম্যাচ ৪০
- ৫ মে (মঙ্গলবার) - এমআই বনাম ডিডি (মুম্বই) রাত ৮ টা
ম্যাচ ৪১
- ৬ মে (বুধবার) - আরসিবি বনাম কে১১পি (বেঙ্গালুরু)রাত ৮ টা
ম্যাচ ৪২
- ৭ মে (বৃহস্পতিবার) - আরআর বনাম এসআরএইচ রাত ৮টা
ম্যাচ ৪৩
- ৮ মে (শুক্রবার) - সিএসকে বনাম এমআই (চেন্নাই) রাত ৮ টা
ম্যাচ ৪৪
- ৯ মে (শনিবার) - কেকেআর বনাম কে১১পি (কলকাতা) বিকেল ৪ টে
ম্যাচ ৪৫
- ৯ মে (শনিবার) - ডিডি বনাম এসআরএইচ (রায়পুর) রাত ৮টা
ম্যাচ ৪৬
- ১০ মে (রবিবার) - এমআই বনাম আরসিবি (মুম্বই) বিকেল ৪টে
ম্যাচ ৪৭
- ১০ মে (রবিবার) - সিএসকে বনাম আরআর (চেন্নাই) রাত ৮ টা
ম্যাচ ৪৮
- ১১ মে (সোমবার) - এসআরএইচ বনাম কে১১পি (হায়দ্রাবাদ) রাত ৮টা
ম্যাচ ৪৯
- ১২ মে (মঙ্গলবার) - ডিডি বনাম এসআরএইচ (রায়পুর) রাত ৮টা
ম্যাচ ৫০
- ১৩ মে (বুধবার) - কে১১পি বনাম আরসিবি (মোহালি) রাত ৮ টা
ম্যাচ ৫১
- ১৪ মে (বৃহস্পতিবার) - এমআই বনাম কেকেআর (মুম্বই) রাত ৮ টা
ম্যাচ ৫২
- ১৫ মে (শুক্রবার) - এসআরএইচ বনাম আরসিবি (হায়দ্রাবাদ) রাত ৮টা
ম্যাচ ৫৩
- ১৬ মে (শনিবার) - কে১১পি বনাম সিএসকে (মোহালি) বিকেল ৪টে
ম্যাচ ৫৪
- ১৬ মে (শনিবার) - আরআর বনাম কেকেআর রাত ৮ টা
ম্যাচ ৫৫
- ১৭ মে (রবিবার) - আরসিবি বনাম ডিডি (বেঙ্গালুরু) বিকেল ৪ টে
ম্যাচ ৫৬
- ১৭ মে (রবিবার) - এসআরএইচ বনাম এমআই (হায়দ্রাবাদ) রাত ৮ টা
লিগ স্তর শেষ
১৮ মে - বিশ্রাম প্লে-অফ
ম্যাচ ৫৭
- কোয়ালিফায়ার ১ - ১৯ মে (মঙ্গলবার) রাত ৮ টা
ম্যাচ ৫৮
- এলিমিনেটর - ২০ মে (বুধবার) রাত ৮ টা <blockquote>২১ মে - বিশ্রাম ম্যাচ ৫৯ - কোয়ালিফায়ার ২ - ২২ মে (শুক্রবার) রাত ৮ টা
২৩ মে
- বিশ্রাম ম্যাচ ৬০ - ফাইনাল - ২৪ মে (রবিবার) (কলকাতা) রাত ৮ টা

No comments :

Post a Comment