এবার মাকড়সা-বৃষ্টি দেখল অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের গুলবার্ন শহরের মানুষ। বৃষ্টির সাথে অগণিত মাকড়সা পড়ে ঢেকে যায় গাছপালা ঘরের ছাদ।
">
সাধারণভাবে ইউরোপ বা আমেরিকায় এ ধরনের মাকড়সা-বৃষ্টি যে আতঙ্ক তৈরি করত, তেমনটি অবশ্য হয়নি গুলবার্নে। সেখানকার মানুষ ব্যাপক মাত্রায় না হলেও স্বল্পমাত্রার মাকড়সা বৃষ্টি দেখেছে।
বৃষ্টির সাথে নেমে আসা এই মাকড়সাগুলো অনেক সময় গাছের ডগায় ছড়িয়ে থাকে। সেখানে জাল বুনে সেই জাল প্যারাসুটের মতো ব্যবহার করে তারা নিচে নেমে আসে। স্থানীয়দের কাছে এটা 'বেলুনিং' নামে পরিচিত।Wednesday, May 20, 2015
অস্ট্রেলিয়ায় মাকড়সা-বৃষ্টি! (ভিডিওসহ)
এবার মাকড়সা-বৃষ্টি দেখল অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের গুলবার্ন শহরের মানুষ। বৃষ্টির সাথে অগণিত মাকড়সা পড়ে ঢেকে যায় গাছপালা ঘরের ছাদ।
">
সাধারণভাবে ইউরোপ বা আমেরিকায় এ ধরনের মাকড়সা-বৃষ্টি যে আতঙ্ক তৈরি করত, তেমনটি অবশ্য হয়নি গুলবার্নে। সেখানকার মানুষ ব্যাপক মাত্রায় না হলেও স্বল্পমাত্রার মাকড়সা বৃষ্টি দেখেছে।
বৃষ্টির সাথে নেমে আসা এই মাকড়সাগুলো অনেক সময় গাছের ডগায় ছড়িয়ে থাকে। সেখানে জাল বুনে সেই জাল প্যারাসুটের মতো ব্যবহার করে তারা নিচে নেমে আসে। স্থানীয়দের কাছে এটা 'বেলুনিং' নামে পরিচিত।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment