পেঁয়াজের দাম বাড়ছে। কিন্তু গোটা দেশের বেডরুমে সেক্সের জন্য চোখের জল পড়েই চলেছে। স্বামী-স্ত্রী থাকছে তো চার দেওয়ালের মধ্যেই। হয়তো এক বিছানাতেও। সেখানে, নাক ডাকার আওয়াজ আছে। গাঢ় ঘুমে ঢলে পড়া আছে। কিন্তু সেক্সের ছিটেফোটাও দেখা নেই।
মুখে বলতে পারছে না। কিন্তু খিদের জ্বালায় জ্বলছে পুড়ছে স্বামী-স্ত্রী। গোটা দেশ জুড়ে রীতিমতো গবেষণা করে এমনই তথ্য আসছে উঠে। কেন এমন?
উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিষ্কার এবং যুক্তিপূর্ণ বক্তব্য তাঁদের। সহনশীলতা কমে যাচ্ছে মানুষের মধ্যে।
সারাদিন খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করলে, দুজন ঘনিষ্ঠ হবে কী করে! তাই বিয়ের এক ভচর পেরিয়ে গেলেই, সংসার আছে দিব্যি। কিন্তু সেক্স নেই একটুও।
যাদের কপাল আরও খারাপ। যাদের বিয়ের এক বছরেও বাচ্চা হয়নি, তেমন ক্ষেত্রে সমস্যা আরও বেশি।
দোষ কিংবা দুর্বলতা কার, এই নিয়ে তর্ক বা ঝগড়াতেই রাত গড়িয়ে যাচ্ছে। সেখানে দুই শরীর এক হবে এমন পরিবেশই যে গড়ে উঠছে না। সেক্সের চাহিদায় শরীরী উষ্ণতার থেকে স্বামী-স্ত্রীর মাথাই যে গরম হচ্ছে বেশি।
FACEBOOK
YOUTUBE CHANNAL
Friday, October 23, 2015
সংসার বাড়ছেই, কিন্তু বেডরুমে সেক্সের জন্য হাহাকার
পেঁয়াজের দাম বাড়ছে। কিন্তু গোটা দেশের বেডরুমে সেক্সের জন্য চোখের জল পড়েই চলেছে। স্বামী-স্ত্রী থাকছে তো চার দেওয়ালের মধ্যেই। হয়তো এক বিছানাতেও। সেখানে, নাক ডাকার আওয়াজ আছে। গাঢ় ঘুমে ঢলে পড়া আছে। কিন্তু সেক্সের ছিটেফোটাও দেখা নেই।
মুখে বলতে পারছে না। কিন্তু খিদের জ্বালায় জ্বলছে পুড়ছে স্বামী-স্ত্রী। গোটা দেশ জুড়ে রীতিমতো গবেষণা করে এমনই তথ্য আসছে উঠে। কেন এমন?
উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিষ্কার এবং যুক্তিপূর্ণ বক্তব্য তাঁদের। সহনশীলতা কমে যাচ্ছে মানুষের মধ্যে।
সারাদিন খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করলে, দুজন ঘনিষ্ঠ হবে কী করে! তাই বিয়ের এক ভচর পেরিয়ে গেলেই, সংসার আছে দিব্যি। কিন্তু সেক্স নেই একটুও।
যাদের কপাল আরও খারাপ। যাদের বিয়ের এক বছরেও বাচ্চা হয়নি, তেমন ক্ষেত্রে সমস্যা আরও বেশি।
দোষ কিংবা দুর্বলতা কার, এই নিয়ে তর্ক বা ঝগড়াতেই রাত গড়িয়ে যাচ্ছে। সেখানে দুই শরীর এক হবে এমন পরিবেশই যে গড়ে উঠছে না। সেক্সের চাহিদায় শরীরী উষ্ণতার থেকে স্বামী-স্ত্রীর মাথাই যে গরম হচ্ছে বেশি।
FACEBOOK
YOUTUBE CHANNAL
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment