নরসিংদীর বেলাব উপজেলায় এক পিতা একদিনে তার তিন শিক্ষিত ছেলের যৌতুকবিহীন বিয়ের আয়োজন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার আমলাব ইউনিয়নের দক্ষিণ বটেশ্বর গ্রামে।
বিয়ের আয়োজন দেখতে সকাল থেকেই আশপাশের গ্রাম হতে দল বেঁধে মানুষ ছুটে আসে বিয়ে বাড়িতে। নাজির মৃধার দীর্ঘদিনের স্বপ্ন তার ছেলেদের বিয়ের আয়োজনটা স্মরণীয় করে রাখবেন।
সে অনুযায়ী তিন ছেলের যৌতুকবিহীন বিয়ে ঠিক করেন একইদিনে। অনার্স পাস চাকরিজীবী বড়ছেলে কাউছার মৃধাকে (২৮) একই উপজেলার বারৈচা গ্রামের আব্দুল হাই-এর অনার্স পাস মেয়ে সিমু আক্তারের সাথে, দ্বিতীয় ছেলে বিএ পাস কবির মৃধার (২৬) বিয়ে একই উপজেলার উজিলাব গ্রামের চাঁন বাদশার অনার্স পড়ুয়া মেয়ে ফাতেমা আক্তারের সাথে, বিএ পড়ুয়া ছোট ছেলে মো. করিম মৃধার (২৩) বিয়ে নরসিংদীর আব্দুল মোতালিবের অনার্স পড়ুয়া কন্যা হূদয়া আক্তার রিপার সাথে আয়োজন করেন।
তিন ছেলের বরযাত্রীর গাড়িবহর তিনভাগে বিভক্ত হয়ে রওয়ানা হয় বিকাল সাড়ে তিনটায় কনেদের বাড়িতে। বর কাউছার মৃধা জানান, তিন ভাইয়ের একসাথে বিয়ে করার আনন্দটা অন্যরকম লাগছে। তাছাড়া যৌতুকবিহীন বিয়ে করাতে আমরা তিনভাই সবচেয়ে বেশি খুশি।
নাজির মৃধা জানান, তিন ছেলের যৌতুকবিহীন এ বিয়েটা স্মরণীয় করে রাখতে আমার এই ব্যতিক্রমী আয়োজন।
MY FACEBOOK
Sunday, January 31, 2016
একদিনে তিন ভাইয়ের যৌতুকবিহীন বিয়ে
নরসিংদীর বেলাব উপজেলায় এক পিতা একদিনে তার তিন শিক্ষিত ছেলের যৌতুকবিহীন বিয়ের আয়োজন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার আমলাব ইউনিয়নের দক্ষিণ বটেশ্বর গ্রামে।
বিয়ের আয়োজন দেখতে সকাল থেকেই আশপাশের গ্রাম হতে দল বেঁধে মানুষ ছুটে আসে বিয়ে বাড়িতে। নাজির মৃধার দীর্ঘদিনের স্বপ্ন তার ছেলেদের বিয়ের আয়োজনটা স্মরণীয় করে রাখবেন।
সে অনুযায়ী তিন ছেলের যৌতুকবিহীন বিয়ে ঠিক করেন একইদিনে। অনার্স পাস চাকরিজীবী বড়ছেলে কাউছার মৃধাকে (২৮) একই উপজেলার বারৈচা গ্রামের আব্দুল হাই-এর অনার্স পাস মেয়ে সিমু আক্তারের সাথে, দ্বিতীয় ছেলে বিএ পাস কবির মৃধার (২৬) বিয়ে একই উপজেলার উজিলাব গ্রামের চাঁন বাদশার অনার্স পড়ুয়া মেয়ে ফাতেমা আক্তারের সাথে, বিএ পড়ুয়া ছোট ছেলে মো. করিম মৃধার (২৩) বিয়ে নরসিংদীর আব্দুল মোতালিবের অনার্স পড়ুয়া কন্যা হূদয়া আক্তার রিপার সাথে আয়োজন করেন।
তিন ছেলের বরযাত্রীর গাড়িবহর তিনভাগে বিভক্ত হয়ে রওয়ানা হয় বিকাল সাড়ে তিনটায় কনেদের বাড়িতে। বর কাউছার মৃধা জানান, তিন ভাইয়ের একসাথে বিয়ে করার আনন্দটা অন্যরকম লাগছে। তাছাড়া যৌতুকবিহীন বিয়ে করাতে আমরা তিনভাই সবচেয়ে বেশি খুশি।
নাজির মৃধা জানান, তিন ছেলের যৌতুকবিহীন এ বিয়েটা স্মরণীয় করে রাখতে আমার এই ব্যতিক্রমী আয়োজন।
MY FACEBOOK
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment