অভিনব কৌশলে ভিক্ষাবৃত্তির সময় দুবাইয়ে এক সুন্দরী নারীকে আটক করেছে দেশটির পুলিশ। গ্রেফতারের সময় ওই নারীর কাছে হাজার হাজার দিরহাম পাওয়া যায়। খবর খালিজ টাইমসের।
পুরুষ ধনীদের আকর্ষণ করতেই কৌশল হিসেবে সুন্দরী নারীদের ব্যবহার করছে অসাধু মানবপাচারকারি পুরুষরা। শপিং সেন্টার, রাস্তা, পার্ক, মসজিদ ছাড়াও বাসা বাড়িতে ভিক্ষার জন্য পাঠানো হচ্ছে সুন্দরী নারীদের। মসজিদে ভিক্ষা শেষে এক নারী ল্যান্ড ক্রুজার গাড়ি করে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।
দুবাই ক্রিমিনাল তদন্ত ব্যুরোর মহাপরিচালক মেজর জেনারেল খলিল ইব্রাহীম আল মানসুরি জানায়, গত ৫ বছরে ৩ হাজার ১৪৬ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়েছে। এবারই প্রথম সুন্দরী নারীকে গ্রেফতার করা হল ল্যান্ড ক্রুজার গাড়িসহ। দুবাইয়ের কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন দেশ অবৈধভাবে মানবপাচার করে সুন্দরী নারীদের ভিক্ষার কাজে লাগিয়ে হাজার হাজার দিরহাম আয় করছে।
Sunday, June 7, 2015
দুবাইয়ে ল্যান্ড ক্রুজারে সুন্দরী ভিক্ষুক
অভিনব কৌশলে ভিক্ষাবৃত্তির সময় দুবাইয়ে এক সুন্দরী নারীকে আটক করেছে দেশটির পুলিশ। গ্রেফতারের সময় ওই নারীর কাছে হাজার হাজার দিরহাম পাওয়া যায়। খবর খালিজ টাইমসের।
পুরুষ ধনীদের আকর্ষণ করতেই কৌশল হিসেবে সুন্দরী নারীদের ব্যবহার করছে অসাধু মানবপাচারকারি পুরুষরা। শপিং সেন্টার, রাস্তা, পার্ক, মসজিদ ছাড়াও বাসা বাড়িতে ভিক্ষার জন্য পাঠানো হচ্ছে সুন্দরী নারীদের। মসজিদে ভিক্ষা শেষে এক নারী ল্যান্ড ক্রুজার গাড়ি করে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।
দুবাই ক্রিমিনাল তদন্ত ব্যুরোর মহাপরিচালক মেজর জেনারেল খলিল ইব্রাহীম আল মানসুরি জানায়, গত ৫ বছরে ৩ হাজার ১৪৬ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়েছে। এবারই প্রথম সুন্দরী নারীকে গ্রেফতার করা হল ল্যান্ড ক্রুজার গাড়িসহ। দুবাইয়ের কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন দেশ অবৈধভাবে মানবপাচার করে সুন্দরী নারীদের ভিক্ষার কাজে লাগিয়ে হাজার হাজার দিরহাম আয় করছে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment