যারা অচেনা লোকজনকে ফেসবুক মেসেজ পাঠাতে ভালোবাসেন, তাদের জন্য দুঃসংবাদ। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না বলে একটা মেসেজ করে একটু খোঁচালেন, এমনটা আর হবে না। এবার আর বিনামূল্যে যোগাযোগ করতে পারবেন না কোনও অচেনা সুন্দরীর সঙ্গে। সত্যিই আর দেখলে হবে না, খরচা আছে। খরচ ২২ টাকা ৬২ পয়সা।
এর আগেও অচেনা লোকজনের মেসেজের হাত থেকে রেহাই দিতে অনেক ব্যবস্থা নিয়েছে ফেসবুক। কোনও অচেনা ব্যক্তি মেসেজ করলে তা ”other folder”-এ জমা হত। তবে এবার ফেসবুক আরও একটু কড়া হল। এবার থেকে ফ্রেন্ডলিস্টে নেই এমন কারও মেসেজ বক্সে কিছু লিখতে গেলেই দেখানো হবে খরচের পরিমাণ।
এর আগে ২০১২-তে এমন একটি পদ্ধতি আনার চেষ্টা করেছিল ফেসবুক। কিন্তু, বেশি বিস্তার লাভ করেনি। এবার ভারতেও পৌঁছে গিয়েছে নয়া নিয়ম। তবে ফেসবুকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি। আপাতত চালু হয়েছে নাকি টেস্ট করা হচ্ছে, তা স্পষ্ট নয়।
Saturday, June 6, 2015
এখন থেকে ফেসবুকে মেসেজ পাঠাতে খরচ মাত্র ২২ টাকা
যারা অচেনা লোকজনকে ফেসবুক মেসেজ পাঠাতে ভালোবাসেন, তাদের জন্য দুঃসংবাদ। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না বলে একটা মেসেজ করে একটু খোঁচালেন, এমনটা আর হবে না। এবার আর বিনামূল্যে যোগাযোগ করতে পারবেন না কোনও অচেনা সুন্দরীর সঙ্গে। সত্যিই আর দেখলে হবে না, খরচা আছে। খরচ ২২ টাকা ৬২ পয়সা।
এর আগেও অচেনা লোকজনের মেসেজের হাত থেকে রেহাই দিতে অনেক ব্যবস্থা নিয়েছে ফেসবুক। কোনও অচেনা ব্যক্তি মেসেজ করলে তা ”other folder”-এ জমা হত। তবে এবার ফেসবুক আরও একটু কড়া হল। এবার থেকে ফ্রেন্ডলিস্টে নেই এমন কারও মেসেজ বক্সে কিছু লিখতে গেলেই দেখানো হবে খরচের পরিমাণ।
এর আগে ২০১২-তে এমন একটি পদ্ধতি আনার চেষ্টা করেছিল ফেসবুক। কিন্তু, বেশি বিস্তার লাভ করেনি। এবার ভারতেও পৌঁছে গিয়েছে নয়া নিয়ম। তবে ফেসবুকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি। আপাতত চালু হয়েছে নাকি টেস্ট করা হচ্ছে, তা স্পষ্ট নয়।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment