তিনি একাধারে সুন্দরি এবার ভালো কথকও। তাঁর সোউন্দর্যের আলোচনায় মেতেছে বাংলার দুই পারই। ক্রিকেট থেকে সঞ্চালকের মঞ্চে ঝড় তোলা এহেন ইসরাত পায়েল পেলেন অনন্য সম্মান। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির তরফে তিনি সে দেশের সর্বাধিক আলোচিত উপস্থাপক হিসেবে পেয়েছেন ‘ববিসাস’ অ্যাওয়ার্ড। পুরস্কার পেয়ে আপ্লুত ইসরাতের কথায়, “আমি সঞ্চালকই থাকতে চাই। আমার বেশি উচ্চাশা নেই। আগামী দিনে আমি আরও মানুষের মনে যায়গা পেতে চাই।” জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে ইসরাত ছাড়াও পুরষ্কৃত হয়েছেন চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃ্ত্যের শিল্পীরা।
ইসরাতের এই সাফল্যে আমার তরফে রইল অভিনন্দন।
বিষয়ে আরো ব্লগ:
হ্যাপি স্ক্যান্ডালের শ্রষ্টা রুবেলের কন্ঠে আয়ুব বাচ্চুর গান ‘অনেক রাতে’
Tuesday, June 9, 2015
রুবেলের ‘বিতর্কিত’ বান্ধবীর ‘বাবিসাস’ লাভ
তিনি একাধারে সুন্দরি এবার ভালো কথকও। তাঁর সোউন্দর্যের আলোচনায় মেতেছে বাংলার দুই পারই। ক্রিকেট থেকে সঞ্চালকের মঞ্চে ঝড় তোলা এহেন ইসরাত পায়েল পেলেন অনন্য সম্মান। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির তরফে তিনি সে দেশের সর্বাধিক আলোচিত উপস্থাপক হিসেবে পেয়েছেন ‘ববিসাস’ অ্যাওয়ার্ড। পুরস্কার পেয়ে আপ্লুত ইসরাতের কথায়, “আমি সঞ্চালকই থাকতে চাই। আমার বেশি উচ্চাশা নেই। আগামী দিনে আমি আরও মানুষের মনে যায়গা পেতে চাই।” জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে ইসরাত ছাড়াও পুরষ্কৃত হয়েছেন চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃ্ত্যের শিল্পীরা।
ইসরাতের এই সাফল্যে আমার তরফে রইল অভিনন্দন।
বিষয়ে আরো ব্লগ:
হ্যাপি স্ক্যান্ডালের শ্রষ্টা রুবেলের কন্ঠে আয়ুব বাচ্চুর গান ‘অনেক রাতে’
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment