২৩ বছরে এখন অনেকে মা হওয়ার কথাই ভাবেন না। সেখানে এ যুগে মাত্র ২৩ বছর বয়েসে দিদা হয়ে গেলেন এক রোমানিয়ান তরুণী। রিফকা স্টানেসকু নামের সেই তরুণী দিদা তো আনন্দে আটখানা। নিজের অজান্তেই তিনি বিশ্বরেকর্ড করে ফেলেছেন।
১২ বছর বয়সে মা হয়েছিলেন রিফকা। রিফকা মেয়ের নাম দিয়েছিলেন মারিয়া। মারিয়া মাত্র ১১ বছর বয়েসে মা হলেন। মারিয়ার ছেলে হয়। তার মানে মাত্র ২৩ বছর বয়েসে দিদা হলেন রিফকা। রিফকার মা আবার মাত্র ৪০ বছর বয়েসে পুতিকে দেখতে পেলেন।
রিফাক রোমানিয়ার যে গ্রামে জন্ম নিয়েছিলেন। সেই গ্রামের রীতি সবার খুব অল্প বয়েসে বিয়ে ও বাচ্চা হওয়ার। রিফকা যখন ২ বছরের ঠিক মত বসতেও শেখেনি, তখনই ওর বাকদান হয়ে যায়। ১১ বছর বয়েসেই সন্তান সম্ভবা হয়েছিলেন।
Thursday, June 4, 2015
২৩ বছরের তরুণী বিশ্বের কনিষ্ঠতম দিদা
২৩ বছরে এখন অনেকে মা হওয়ার কথাই ভাবেন না। সেখানে এ যুগে মাত্র ২৩ বছর বয়েসে দিদা হয়ে গেলেন এক রোমানিয়ান তরুণী। রিফকা স্টানেসকু নামের সেই তরুণী দিদা তো আনন্দে আটখানা। নিজের অজান্তেই তিনি বিশ্বরেকর্ড করে ফেলেছেন।
১২ বছর বয়সে মা হয়েছিলেন রিফকা। রিফকা মেয়ের নাম দিয়েছিলেন মারিয়া। মারিয়া মাত্র ১১ বছর বয়েসে মা হলেন। মারিয়ার ছেলে হয়। তার মানে মাত্র ২৩ বছর বয়েসে দিদা হলেন রিফকা। রিফকার মা আবার মাত্র ৪০ বছর বয়েসে পুতিকে দেখতে পেলেন।
রিফাক রোমানিয়ার যে গ্রামে জন্ম নিয়েছিলেন। সেই গ্রামের রীতি সবার খুব অল্প বয়েসে বিয়ে ও বাচ্চা হওয়ার। রিফকা যখন ২ বছরের ঠিক মত বসতেও শেখেনি, তখনই ওর বাকদান হয়ে যায়। ১১ বছর বয়েসেই সন্তান সম্ভবা হয়েছিলেন।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment