জাতীয় ঐক্যের বড় নজির গড়ল কুয়েত। শিয়া-সুন্নিদের মধ্যে বিরোধকে পিছনে ফেলে এবার কুয়েতের এক মসজিদে ইসলামের মূল দুই ভাগের লোকেদের একসঙ্গে নামাজ পড়ার আয়োজন করা হয়েছে। এ সময় তারা দেশটিতে যেকোনও ধরনের সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে মূল প্রচারের হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন এই নয়া পথকেই।
তবে এর মধ্যেই গত ২৬ জুন কুয়েত সিটির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২০০’র বেশি মানুষ আহত হন। রক্তক্ষয়ী ওই হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। ২৬ জুনের হামলাকারী একজন সৌদি নাগরিক বলে পরে তার পরিচয় প্রকাশ হয়েছে।
সর্ম্পকিত অারো ব্লগ:
অবিশ্বাস্য ,এক ডিম দিয়ে বিশাল মসজিদ নির্মাণ!
Saturday, July 4, 2015
শিয়া ও সুন্নি বিরোধ?।।তবে কিভিাবে একই মসজিদে চলছে শিয়া ও সুন্নির নামাজ?
জাতীয় ঐক্যের বড় নজির গড়ল কুয়েত। শিয়া-সুন্নিদের মধ্যে বিরোধকে পিছনে ফেলে এবার কুয়েতের এক মসজিদে ইসলামের মূল দুই ভাগের লোকেদের একসঙ্গে নামাজ পড়ার আয়োজন করা হয়েছে। এ সময় তারা দেশটিতে যেকোনও ধরনের সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে মূল প্রচারের হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন এই নয়া পথকেই।
তবে এর মধ্যেই গত ২৬ জুন কুয়েত সিটির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২০০’র বেশি মানুষ আহত হন। রক্তক্ষয়ী ওই হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। ২৬ জুনের হামলাকারী একজন সৌদি নাগরিক বলে পরে তার পরিচয় প্রকাশ হয়েছে।
সর্ম্পকিত অারো ব্লগ:
অবিশ্বাস্য ,এক ডিম দিয়ে বিশাল মসজিদ নির্মাণ!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment