ভবিষ্যতে কোন বস তার শিক্ষানবিশ কর্মচারীর সঙ্গে অমানবিক আচরণ করতে দু’বার ভাবলেও ভাবতে পারেন। উদ্ভট এক প্রতিশোধের মধ্য দিয়ে বসের মধ্যে গা গুলিয়ে ওঠার অনুভূতির উদ্রেক করেছেন এক শিক্ষানবিশ চিকিৎসক। শুধু তাই নয়। চাকরি ছাড়ার সময় তিনি এমন এক চিরকুট লিখে গেছেন, যে সেটা নিয়ে ইন্টারনেটে রীতিমতো হুলস্থুল শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বসকে উচিত শিক্ষাটাই দিয়েছেন তিনি! ওই চিরকুটে তিনি বসকে উদ্দেশ করে লিখেছেন, যখন আপনি এটা পড়বেন, তার অনেক আগেই এ ------ (প্রতিষ্ঠান বোঝাতে ব্যবহৃত লেখার অনুপযোগী শব্দ) থেকে আমি বিদায় নিয়েছি। আশা করি, আপনি আমার ওপর বসগিরি ফলানো ভালোই উপভোগ করেছেন।
বাজি ধরে বলতে পারি, নিজের ব্যাপারে আপনার খুব ভালো বোধ হয়েছিল। আমার খুব জানতে ইচ্ছে করছে যে, প্রতিদিন আমি আপনার কফিতে থুতু দিতাম, এটা জেনে আপনার কেমন লাগবে। ঘটনাটি কোন দেশে ঘটেছে, তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ওই শিক্ষানবিশ চিকিৎসকের দায়িত্বের মধ্যে অফিসের সরঞ্জামের সঙ্গে পোস্ট-ইট বা স্টিকি নোট (চিরকুট বা ছোট কোন তথ্য লেখার জন্য ক্ষুদ্র প্যাডবিশেষ, যার পৃষ্ঠা হাল্কা আঠা দিয়ে সংযুক্ত থাকে) কেনার দায়িত্বও পড়তো। তো অফিসের জন্য নিজে গিয়ে কিনে আনা তেমনই কয়েকটি চিরকুটে মনের মধ্যে থাকা বিষ ঢেলে দিয়েছেন তিনি। অনলাইন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট রেডিট ব্যবহারকারী উইন ইন রোম চিরকুটের ছবি পোস্ট করে লিখেছেন, স্টিকি নোট কিনতে আমরা আমাদের শিক্ষানবিশ চিকিৎসককে পাঠিয়েছিলাম। তিনি খুব মেধাবী নন। অবশ্য, ওই তার এ উক্তির সঙ্গে একমত নন ইন্টারনেট ব্যবহারকারীরা। নেটিজেনরা অন্তত তাকে মেধাবী মনে করছেন। এদিকে পোস্টটি বিশ্বজুড়ে বেশ দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, শেয়ার, রিটুইট, কমেন্টের মাধ্যমে চিরকুটটি ঝড় তুলেছে। একজন তার মন্তব্যে লিখেছেন, আপনার বার্তা ওই পশুর কাছে সুস্পষ্ট এবং জোরালো। এর মধ্যে কিছু আছে যা তার আচরণকে মানবিক করে তুলবে।
Tuesday, August 4, 2015
বসকে চিরকুট: ‘প্রতিদিন আপনার কফিতে থুতু দিতাম’
ভবিষ্যতে কোন বস তার শিক্ষানবিশ কর্মচারীর সঙ্গে অমানবিক আচরণ করতে দু’বার ভাবলেও ভাবতে পারেন। উদ্ভট এক প্রতিশোধের মধ্য দিয়ে বসের মধ্যে গা গুলিয়ে ওঠার অনুভূতির উদ্রেক করেছেন এক শিক্ষানবিশ চিকিৎসক। শুধু তাই নয়। চাকরি ছাড়ার সময় তিনি এমন এক চিরকুট লিখে গেছেন, যে সেটা নিয়ে ইন্টারনেটে রীতিমতো হুলস্থুল শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বসকে উচিত শিক্ষাটাই দিয়েছেন তিনি! ওই চিরকুটে তিনি বসকে উদ্দেশ করে লিখেছেন, যখন আপনি এটা পড়বেন, তার অনেক আগেই এ ------ (প্রতিষ্ঠান বোঝাতে ব্যবহৃত লেখার অনুপযোগী শব্দ) থেকে আমি বিদায় নিয়েছি। আশা করি, আপনি আমার ওপর বসগিরি ফলানো ভালোই উপভোগ করেছেন।
বাজি ধরে বলতে পারি, নিজের ব্যাপারে আপনার খুব ভালো বোধ হয়েছিল। আমার খুব জানতে ইচ্ছে করছে যে, প্রতিদিন আমি আপনার কফিতে থুতু দিতাম, এটা জেনে আপনার কেমন লাগবে। ঘটনাটি কোন দেশে ঘটেছে, তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ওই শিক্ষানবিশ চিকিৎসকের দায়িত্বের মধ্যে অফিসের সরঞ্জামের সঙ্গে পোস্ট-ইট বা স্টিকি নোট (চিরকুট বা ছোট কোন তথ্য লেখার জন্য ক্ষুদ্র প্যাডবিশেষ, যার পৃষ্ঠা হাল্কা আঠা দিয়ে সংযুক্ত থাকে) কেনার দায়িত্বও পড়তো। তো অফিসের জন্য নিজে গিয়ে কিনে আনা তেমনই কয়েকটি চিরকুটে মনের মধ্যে থাকা বিষ ঢেলে দিয়েছেন তিনি। অনলাইন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট রেডিট ব্যবহারকারী উইন ইন রোম চিরকুটের ছবি পোস্ট করে লিখেছেন, স্টিকি নোট কিনতে আমরা আমাদের শিক্ষানবিশ চিকিৎসককে পাঠিয়েছিলাম। তিনি খুব মেধাবী নন। অবশ্য, ওই তার এ উক্তির সঙ্গে একমত নন ইন্টারনেট ব্যবহারকারীরা। নেটিজেনরা অন্তত তাকে মেধাবী মনে করছেন। এদিকে পোস্টটি বিশ্বজুড়ে বেশ দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, শেয়ার, রিটুইট, কমেন্টের মাধ্যমে চিরকুটটি ঝড় তুলেছে। একজন তার মন্তব্যে লিখেছেন, আপনার বার্তা ওই পশুর কাছে সুস্পষ্ট এবং জোরালো। এর মধ্যে কিছু আছে যা তার আচরণকে মানবিক করে তুলবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment