এক মহিলার নিখোঁজ কিডনির সন্ধান পাওয়া গেল বুকের ভিতরে। অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে, তাও আবার ভারতেই।
উত্তরপ্রদেশের মোরারাবাদ জেলার চিকিৎসক বিনয় কুমার সাক্ষী থাকলেন চিকিৎসা জগতের ইতিহাসে এক বিরল ঘটনার। তিনিই জানিয়েছেন তাঁর এই বিরল ঘটনায় সাক্ষী থাকার কথা।
পেশায় রেডিওলজিস্ট বিনয়কুমার জানিয়েছেন, পেটে ব্যথা নিয়ে চল্লিশ বছরের মীরা (নাম পরিবর্তিত) হাসপাতালে তাঁর কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। আল্ট্রা সোনোগ্রাফি করতে বলা হয় অবধারিতভাবে। প্রথমে বিষয়টিকে তেমন ঘোরতর বিষয় বলে ভাবেননি চিকিৎসকেরা। তবে আল্ট্রা সোনোগ্রাফির পরই চোখ কপালে ওঠে সকলের। চিকিৎসকেরা দেখেন মীরার ডান দিকের কিডনি নেই। এরপরই তাঁকে নিয়ে গিয়ে আরও কয়েকটি পরীক্ষা হয়। সেখানেই ধরা পড়ে অবিশ্বাস্য ব্যাপার। এক্স রে-তে দেখা যায়, মীরার বাম কিডনিটি সঠিক স্থানে থাকলেও ডানদিকের কিডনিটি বুকে উঠে গিয়েছে।
তবে মীরাদেবীর সেভাবে কোনও বড় অসুখ নেই। পেটের ব্যথার যে সমস্যার কথা তিনি বলেছেন তা অন্য কোনও কারণে হয়ে থাকতে পারে। চিকিৎসার পরিভাষায় এমন ঘটনাকে বলে 'ট্রান্স ডায়ফ্রাগম্যাটিক থোরাকিক একটোপিক কিডনি'। রয়েছে, দেখতেও এঅবস্থায় যেহেতু মীরার তেমন কোনও সমস্যা হচ্ছে না, ফলে কোনও অস্ত্রপচারেরও প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, এভাবেই সুস্থ জীবনযাপন করতে পারবেন তিনি।
সর্ম্পকিত আরো ব্লগ:
১৬ শতকের কঙ্কাল সাজল সোনা রূপা জহরে
Saturday, August 8, 2015
মহিলার বুকে খোঁজ মিলল 'কিডনি'র
এক মহিলার নিখোঁজ কিডনির সন্ধান পাওয়া গেল বুকের ভিতরে। অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে, তাও আবার ভারতেই।
উত্তরপ্রদেশের মোরারাবাদ জেলার চিকিৎসক বিনয় কুমার সাক্ষী থাকলেন চিকিৎসা জগতের ইতিহাসে এক বিরল ঘটনার। তিনিই জানিয়েছেন তাঁর এই বিরল ঘটনায় সাক্ষী থাকার কথা।
পেশায় রেডিওলজিস্ট বিনয়কুমার জানিয়েছেন, পেটে ব্যথা নিয়ে চল্লিশ বছরের মীরা (নাম পরিবর্তিত) হাসপাতালে তাঁর কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। আল্ট্রা সোনোগ্রাফি করতে বলা হয় অবধারিতভাবে। প্রথমে বিষয়টিকে তেমন ঘোরতর বিষয় বলে ভাবেননি চিকিৎসকেরা। তবে আল্ট্রা সোনোগ্রাফির পরই চোখ কপালে ওঠে সকলের। চিকিৎসকেরা দেখেন মীরার ডান দিকের কিডনি নেই। এরপরই তাঁকে নিয়ে গিয়ে আরও কয়েকটি পরীক্ষা হয়। সেখানেই ধরা পড়ে অবিশ্বাস্য ব্যাপার। এক্স রে-তে দেখা যায়, মীরার বাম কিডনিটি সঠিক স্থানে থাকলেও ডানদিকের কিডনিটি বুকে উঠে গিয়েছে।
তবে মীরাদেবীর সেভাবে কোনও বড় অসুখ নেই। পেটের ব্যথার যে সমস্যার কথা তিনি বলেছেন তা অন্য কোনও কারণে হয়ে থাকতে পারে। চিকিৎসার পরিভাষায় এমন ঘটনাকে বলে 'ট্রান্স ডায়ফ্রাগম্যাটিক থোরাকিক একটোপিক কিডনি'। রয়েছে, দেখতেও এঅবস্থায় যেহেতু মীরার তেমন কোনও সমস্যা হচ্ছে না, ফলে কোনও অস্ত্রপচারেরও প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, এভাবেই সুস্থ জীবনযাপন করতে পারবেন তিনি।
সর্ম্পকিত আরো ব্লগ:
১৬ শতকের কঙ্কাল সাজল সোনা রূপা জহরে
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment